Translate

Friday 24 May 2013

ডাব গাছ।


পানাম সিটি, সোনারগাঁ


পানাম সিটি, সোনারগাঁ


আম চোরা


গ্রামের দুপুর


রাতের সৌন্দর্য


পুকুর পাড়ের বৈঠক খানা


শৈশবের ছুটো-ছুটি


আমাদের গ্রাম ছবির মতই সুন্দর


মেঠ পথ


নারায়ণগঞ্জ এর কেল্ল


গ্রামের মেঠ পথ।


কচি তালের বিচি


কচি তালের বিচি, সত্যিই অসাধারণ ।

শৈশবের ছুটো-ছুটি


শৈশবে ছুটে চলা, গাছের ডালে দোল খাওয়া, দুপুর বেলায় পুকুরে দল বেধে মহড়া দেয়া, আজ সুধুই সৃতি।

Thursday 23 May 2013

ফড়িং


ফড়িং ঘুরে উড়ে উড়ে, ঘাস থেকে ঘাসে,
ফড়িং এর ছোয়া পেয়ে ঘাস ফুল হাসে।

ফড়িং


ফড়িং উড়ে বেরায়, ঘাসের উপর,
ফড়িং ধরতে গিয়ে, বুক কাপে থরথর।

ধান ক্ষেত



ধান ক্ষেতে, সোনালি ধান, হাওয়ায় দোল খায়,
বাঁশি ওলার বাঁশির সুর, তারি সাথে ভেসে যায়।

মানব ছায়া


ছায়ার পিছনে ঘুরতে নেই, তাহলে তুমি কিছুই পাবেনা,
তোমার মতই তুমি চল, ছায়া তোমার পিছু পিছু আসবে।

চারা ধান


ধান গাছের চারা, প্রথমে বিজ থেকে তৈরি করা হয়, এই চারা ধান।
বিভিন্ন জেলায় এর বিভিন্ন নাম রয়েছে।
কেউ বলেন, যালা, কেউ যালি, কেউ বলেন হালি,
একেক জায়গায় একেক নামে পরিচিত।

রেল পথ


বন্ধু হয়ে পাশাপাশি, থেক আজীবন,
সমান্তরালে চলে যাওয়া, রেল পথের মতন।

ছাগল ছানা


ভোর হয়েছে, দোর খুলেছে, সূর্যি মামা হাসে,
তাইনা দেখে, ছাগল ছানা, তিরিং ভিরিং নাচে।

আম


আম পাতা জোড়া-জোড়া, মারব চাবুক চরবো ঘোরা,
ওরে বুবু সরে দাড়া, আসছে আমার পাগলা ঘোরা।

পাগলা ঘোরা খেপেছে, চাবুক ছুরে মেরেছে,
ওহ কি বড্ড লেগেছে....................................

নব থিয়েটার


ভাসানি নব থিয়েটার, বর্তমানে বঙ্গবন্ধু এভেনিউ

প্রজাপতি


প্রজাপতির মত যদি, পেতাম দুটি ডানা,
যেতাম উড়ে অজানায়, কে করবে মানা।

Tuesday 21 May 2013

গাঁধা ফুল।



গাঁধা ফুল।

বাড়ির আঙ্গিনায়, গাঁধা ফুলের বাগান করতে পছন্দ করেন কে কে ?

পাট ক্ষেত


পাট ক্ষেত,
পাট শাখ খেতে ভালবাসেন কে কে ?

পানাম সিটি, সোনারগাঁ


পানাম সিটি, সোনারগাঁ
ইশাখার আমলে, সোনারগাঁ ছিল বাংলার রাজধানি

তাজমহল


জি হ্যা , এটা তাজমহল,
তবে মমতাজের জন্য নয়,
বাংলাদেশের মানুষের জন্য নির্মান করা হয়েছে।
এটি ঢাকার সোনারগাঁয়ে 

সৃতি সৌধ


সৃতি সৌধ, বাংলাদেশী মানুষের গর্ব।

রাঙ্গা মাটির পথ


গ্রাম ছাড়া ঐ রাঙ্গা মাটির পথ, আ''মার মন ভুলায়রে.....................

হাস


গ্রামের হাস, আসলেই সুন্দর।

পোকা


লিচু গাছের পোকা,
দেখতে সুন্দর না ?

রাতের গাব গাছ


রাতে গাব গাছের নিচে যেতে নেই, ভুত থাকে ভুত !

রাতের জাম্বুরা গাছ


রাতের জাম্বুরা গাছ, কিছুটা ভৌতিক ! ভৌতিক !!

পাতা


পাতা, দেখতে সুন্দর না ?

ছাগল ছানা ।


তাল গাছে ছাগল ছানা । 
পারফেক্ট সময়ে, পারফেক্ট ক্লিক ।

বাবুই পাখির বাসা।


বাবুই ডাকিয়া, বলিছে চড়াই, কুড়ে ঘরে থাকি কর শিল্পির বড়াই,
আমি থাকি মহা শুখে অট্টালিকার পরে, তুমি কত কষ্ট পাও রোদ ব্রিষ্টি ঝড়ে।
বাবুই হাসিয়া কহে, সন্দেহকি তাই, পাকা হোক তবু ভাই পরের বাসা,
নিজ হাতে গড়া মোর কাচা ঘর খাশা........................

গ্রামের স্নিগ্ধতা


গ্রামের স্নিগ্ধতা, মুগ্ধ করেছে আমায়,
তাইতো এই মন হেথায়, যেতে চায়।

ধান ক্ষেত


ধান ক্ষেতে সোনালি ধান, বাতাসে দোল খায়,
তারি সুখে, চাষি মসাই সুখে হারিয়ে যায়।

জাম্বুরা


উপরে সবুজ, ভিতরে লাল,
বলত দেখি কি ফল।

মরিচ


যৌবন কাটে যার, সবুজের ভিরে,
বয়স কালে হায়, লাল হয়ে মরে।

হাস।


আয়.. আয়.. ওরে আয় তই.... তই... তই...,
চিরা দেব মুরি দেব আরো দিব খই............

শৈশবের ছুটো-ছুটি আর মাঝেমাঝে বাবাকে কৃষি কাজে সহায়তা করা.


 শৈশবের ছুটো-ছুটি আর মাঝেমাঝে বাবাকে কৃষি কাজে সহায়তা করা,
 শৈশবের আনন্দকে আরো বাড়িয়ে দেয়।